আয়াতুল্লাহ কেরমানি: শত্রুর প্রতারণা থেকে সতর্ক থাকুন
আয়াতুল্লাহ কেরমানি: শত্রুর প্রতারণা থেকে সতর্ক থাকুন
ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহহেদি কেরমানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চলমান পরমাণু আলোচনায় শত্রুদের প্রতারণার ফাঁদে পা না দেয়া এবং সতর্ক থাকার জন্য ইরানের পরমাণু আলোচক দলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খোতবায় এ আহবান জানান। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব দেশেরই ‘না’ বলার অধিকার রয়েছে উল্লেখ করে আয়াতুল্লাহ মোভাহহেদি আমেরিকাকে প্রতিশ্রুতি ভঙ্গকারী দেশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাশ্চাত্য ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য পরমাণু কর্মসূচিকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করছে।
তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহহেদি কেরমানি আরো বলেছেন, শত্রুরা ভেবেছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে নতি স্বীকারে বাধ্য করা যাবে। কিন্তু ইরানের জনগণ প্রমাণ করেছে, যে কোনো সমস্যা মোকাবেলা করার ক্ষমতা তাদের আছে এবং ইসলামী বিপ্লবী নীতি আদর্শের প্রতি তারা অনুগত।
তেহরানের জুমার নামাজের খতিব আরো বলেছেন, আমেরিকা তার বন্ধু দেশগুলোর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে এবং এসব দেশে গোয়েন্দাবৃত্তি করে। এ কারণে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা রাখা যায় না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুটি শেষ হয়ে গেলেও তারা অন্য কোনো অজুহাতে ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে বলে তিনি মন্তব্য করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন