অ্যাশ্টোন আজ তেহরানে আসছেন

অ্যাশ্টোন আজ তেহরানে আসছেন

অ্যাশ্টোন আজ তেহরানে আসছেন 

অ্যাশ্টোন, ক্যাথেরিন অ্যাশ্টোন, তেহরানম, ইউরোপ, আমেরিকা, পরমাণু, পরমাণু, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা
ক্যাথেরিন অ্যাশ্টোন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোনের আসন্ন তেহরান সফরে ইইউ’র সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। ইউরোপ ও আমেরিকা বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচি একথা জানিয়েছেন।

তিনি আজ তেহরানে আরো বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়েও এ সফরে আলোচনা করবেন তিনি।

আজ আরো পরে অ্যাশ্টোনের তেহরান পৌঁছার কথা রয়েছে। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি ও আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন অ্যাশ্টোন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গত জানুয়ারিতে ক্যাথেরিন অ্যাশ্টোনকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন