রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাতের আশঙ্কা

রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাতের আশঙ্কা

রাশিয়া, ন্যাটো, রাশিয়া, ইউক্রেন,  মার্কিন, স্টেইনবার্গ, ইয়ানুকোভিচ, রাশিয়া, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা
রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে বহুজাতিক জোট ন্যাটোর সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ’র সিনিয়র সম্পাদক জেফরি স্টেইনবার্গ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

মার্কিন এ বিশ্লেষক বলেন, পিছিয়ে আসার সদিচ্ছা এবং সমগ্র চিত্র দেখার ইচ্ছা ছাড়া এ সংকট দু’পক্ষকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। আর চূড়ান্ত পরিণতিতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত বেধে যেতে পারে। ন্যাটো ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য এ সামরিক সংঘাত ভয়ংকর হবে বলে তিনি মন্তব্য করেন।

স্টেইনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের সংঘর্ষের ফলে কৌশলগত সংকট দেখা দিতে পারে যা এর সঙ্গে জড়িত কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না।

গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের জাতীয় সংসদ প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে বরখাস্ত করে এবং স্পিকার আলেক্সান্ডার তুরচিনভকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। এরপর স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়া সেনা মোতায়েন করে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে সেনা প্রত্যাহারের কথা বললেও মস্কো তাতে কান দিচ্ছে না। এতে পশ্চিমা সরকারগুলোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত অনেকটা অনিবার্য হয়ে উঠেছে। অবশ্য, সংকট সমাধানে নানা পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন