‘ময়দান জোট’ কিয়েভ হত্যাকাণ্ডের জন্য ঘাতক ভাড়া করেছিল
‘ময়দান জোট’ কিয়েভ হত্যাকাণ্ডের জন্য ঘাতক ভাড়া করেছিল
ইউক্রেনের রাজধানী কিয়েভে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য গুপ্তঘাতক ভাড়া করেছিল কথিত ‘ময়দান জোট’।
গত ২৬ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস পায়েটের মধ্যকার ফোনালাপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। ফোনালাপ থেকে এও জানা গেছে যে, ভাড়াটে খুনিরাই কিয়েভের রাস্তায় বিক্ষোভকারী ও পুলিশ হত্যা করেছে। ১১ মিনিটের এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস পায়েট।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিক্ষোভ ও সহিংসতার জন্য ময়দান জোটকেই মূল উস্কানিদাতা বলে মনে করা হয়।
পায়েট বলেছেন, “কিয়েভের রাস্তায় পুলিশ এবং বিক্ষোভকারী হত্যা করেছে ভাড়াটে খুনিরা। দু’পক্ষের হত্যাকাণ্ডের জন্যই এই বাড়াটে খুনিরা দায়ী।”
পায়েটের এ বক্তব্য শোনার পর অ্যাশ্টোন ঈশ্বরের কসম দিয়ে বলেন তিনি এ বিষয়ে কিছুই জানতেন না।
এ সময় জানান, ময়দান জোটের মেডিক্যাল সার্ভিসের প্রধান ওলগা বোগোমোলেট্স তাকে ছবি দেখিয়ে বলেছেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে ভাড়াটে খুনিরা জড়িত। পায়েট বলেন, মেডিক্যাল সার্ভিসের প্রধান ডাক্তার হওয়ার কারণে তিনি জানতে পেরেছেন নিহতদের গায়ে একই খুনির হাতের ছাপ ছিল এবং একই ধরনের গুলি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে ময়দান জোট কোনো ধরনের তদন্ত করতে আগ্রহী নয় বলেও উল্লেখ করেন পায়েট
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন