চীন সাগরে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত

চীন সাগরে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত

মালয়েশিয়া, বেইজিং, কুয়ালালামপুর, ভিয়েতনাম, বিমান,  পাইলট ,  চীন ,  Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, ব
বেইজিং বিমানবন্দরে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। একজন নৌ কর্মকর্তার বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর জানিয়েছে।

২২৭ যাত্রী ও ১২ ক্রু বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে শনিবার ভোররাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রায় চারঘন্টা নিখোঁজ থাকার পর ভিয়েতনামের নৌ কর্মকর্তা অ্যাডমিরাল এনগো ভ্যান ফ্যাটের বরাত দিয়ে দেশটির তুয়োই ট্রে বার্তা সংস্থা বিমানটির বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে।

বিমানটি স্থানীয় সময় রাত ২-৪০ মিনিটে নিখোঁজ হয়ে যায়। অবশ্য বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো ডিসট্রেস সিগন্যাল দেয়নি। একে খুবই অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করে ইউনাইটেড এয়ালাইন্সের সাবেক পাইলট রস আইমার। তিনি বলেন, এটিকে একটি নজিরবিহীন ঘটনা বলা যায়।

এদিকে, বোয়িং ৭৭৭ বিমানের ১৯ বছরের ইতিহাসে এমন মারাত্মক দুর্ঘটনা আর ঘটেনি।

অ্যাডমিরাল ফ্যাট জানিয়েছেন, দক্ষিণ ভিয়েতনামের একটি দ্বীপের কাছে অবস্থানরত কয়েকটি নৌকা থেকে তাকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানানো হয়। নৌবাহিনীর উদ্ধারকারী দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বলে তিনি জানান।

অবশ্য মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। বিমানের ১৩টি দেশের আরোহীদের মধ্যে ১৫৮ জন চীনের নাগরিক বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন