‘সন্ত্রাসী গোষ্ঠী’ ইখওয়ানুল মুসলেমিন

‘সন্ত্রাসী গোষ্ঠী’ ইখওয়ানুল মুসলেমিন

ইখওয়ানুল মুসলেমিন , সৌদি, ইরাক, সৌদি আরব, সিরিয়া, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
মিশরের বৃহত্তম রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার।

সৌদি রাজার এ পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে ইখওয়ান। এক বিবৃতিতে ইখওয়ান জানিয়েছে, “ইখওয়ানের প্রতিষ্ঠাকালীন নীতি হল, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কিন্তু সৌদির বর্তমান পদক্ষেপ হল ইখওয়ানের সঙ্গে আগের সম্পর্কের সম্পূর্ণ বিপরীত। অথচ, সৌদির সেই রাজা এখনও রাজত্ব করছে।”

আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র সৌদি আরব আন-নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্টকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে, গত বছরের জুলাইয়ে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসিকে উৎখাতের পর ডিসেম্বরে ইখওয়ানকে নিষিদ্ধ করে দেশটির সেনা সমর্থিত সরকার।

এদিকে, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডে তৎপর সৌদি নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন