ইরানে কবে ইসলাম প্রবেশ করে?

ইরানে কবে ইসলাম প্রবেশ করে?
প্রশ্ন: ইসলাম কবে ইরানে প্রবেশ করে? কোন্‌ সেনাপতির নেতৃত্বে আরব বাহিনী ইরান বিজয় করে এবং এ যুদ্ধ কোন্‌ খলিফার যুগে সংগঠিত হয়?

উত্তর: ইসলাম আবির্ভাবের পর ১৪ ও ১৫ হিজরিতে ইরানি বাহিনী ও আরবদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ শুরু হয়। কিন্তু ইরানের ওপর আরব মুসলমানরা চূড়ান্ত বিজয় অর্জন করে ‘ফাতহুল ফুতুহ’ বা ‘নাহাভান্দ’ নামক যুদ্ধে যা ২১ অথবা ২২ হিজরিতে সংগঠিত হয়েছিল। এ যুদ্ধে মুসলমানদের গুরুত্বপূর্ণ সেনাপতিদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও নুমান ইবনে মোকাররানের নাম উল্লেখ করা যায়। এসব যুদ্ধের বেশিরভাগ সংগঠিত হয় দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খাত্তাবের সময়।

নতুন কমেন্ট যুক্ত করুন