আফগানী সেনাদের ওপর ন্যাটো বাহিনীর হামলা

আফগানী সেনাদের ওপর ন্যাটো বাহিনীর হামলা

আফগানিস্তান, মার্কিন, ন্যাটো, হামিদ কারজাই , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ফাইল ছবি
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় লোগার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচ আফগান সেনা নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে।

লোগার প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) ভোররাত ২টার দিকে এ বর্বরোচিত হামলা চালায় ন্যাটো বাহিনী। এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত ও যথোপযুক্ত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রাদেশিক কর্মকর্তারা বৈঠক করেছেন। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে তিনি কিছু জানাননি।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে যদি এ বিষয়টি প্রমাণিত হয় যে, ন্যাটো বাহিনী আফগান সেনাদের হত্যা করেছে তাহলে প্রেসিডেন্ট হামিদ কারজাই কথিত নিরাপত্তা চুক্তি সই না করার জন্য আরো শক্ত দলিল পেয়ে যাবেন।

মার্কিন সরকার কথিত নিরাপত্তা চুক্তির নামে আফগানিস্তানের ওপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। চুক্তিতে আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য মার্কিন সেনা মোতায়েন রাখার পাশাপাশি বলা হয়েছে, মার্কিন সেনারা যত বড় অপরাধই করুক না কেনো তাদের বিচার করা যাবে না। কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাই সে চুক্তি সই করতে অস্বীকার করে আসছেন। অনেকে মনে করছেন, কারজাইকে চুক্তি সই করতে বাধ্য করার জন্য আজকের বিমান হামলা চালিয়ে থাকতে পারে ন্যাটো বাহিনী। কিন্তু প্রেসিডেন্ট কারজাই’র সাম্প্রতিক নীতি-অবস্থান থেকে বোঝা যায়, এ ঘটনা মার্কিন সরকারের জন্য হিতে বিপরীত হবে এবং আফগান প্রেসিডেন্ট চুক্তি সই না করার ব্যাপারেই বরং আরো দৃঢ়প্রতিজ্ঞ হবেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন