জাতীসংঘের সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ
জাতীসংঘের সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত কমিশনের সিরিয়া বিষয়ক প্রধান পাউলো সের্গিও পিনহেইরো
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ তুলেছে জাতিসংঘ। এ অভিযোগে সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে নিন্দা করেছে জাতিসংঘের তদন্তকারী দল।
সিরিয়ার বিদ্রোহীদের অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ এই প্রথম নিন্দা করল। এর আগে, জাতিসংঘ শুধু সিরিয়ার সরকারের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের আইন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দামেস্ককে দায়ী করেছে।
জেনেভাভিত্তিক জাতিসংঘ তদন্ত কমিশনের সিরিয়া বিষয়ক প্রধান পাউলো সের্গিও পিনহেইরো এক বিবৃতিতে বলেছেন, স্বচ্ছতার বিষয়টি উল্লেখ না করায় এবং বিদ্রোহী পক্ষকে সতর্ক না করার দায় এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিতে হবে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে- সিরিয়ার কয়েকটি বিদ্রোহীগোষ্ঠী দফায় দফায় বেসামরিক লোকজন আটক ও তাদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন