কাশ্মিরী ৬৭ ছাত্রকে বহিষ্কার

কাশ্মিরী ৬৭ ছাত্রকে বহিষ্কার

এশিয়া কাপ , পাকিস্তান, ওমর ,  কাশ্মীর , বিশ্ববিদ্যালয়, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সা
ওমর আব্দুল্লাহ
এশিয়া কাপে পাকিস্তানকে সমর্থন করার অভিযোগের উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন কাশ্মিরী ছাত্রকে বহিষ্কার করার ঘটনায় তীব্র ক্ষোভ ও সমালোচনা চলছে।
কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত কঠিন শাস্তি’ মন্তব্য করে তিনি বলেছেন, "ছাত্ররা ভুল করেছে। কিন্তু এ জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত নয়। এই শাস্তি ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।"
ওই ৬৭ জন কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করার প্রতিবাদে গতকাল কাশ্মিরের প্রধান বিরোধীদল পিপলস ডেমোক্রেটিক পার্টি- পিডিপি জম্মু-কাশ্মীর বিধানসভা থেকে ওয়াক আউট করে।
উত্তরপ্রদেশের মীরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয় (এসভিএসইউ) কর্তৃপক্ষ অভিযোগ করেছে, রোববার রাতে মদন ধিংড়া হোস্টেলের কমিউনিটি হলে টিভিতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখছিল বেশ কয়েকজন ছাত্র। ভারতীয় দলের প্রত্যেকটি উইকেট পড়ার সময় কাশ্মিরী ছাত্ররা উল্লাস প্রকাশ করছিল। এতে বিরক্ত হন অন্য ছাত্ররা। উত্তেজনাকর ম্যাচে পাকিস্তান জেতার পর হোস্টেলে অন্য ছাত্ররা কাশ্মিরী ছাত্রদের ওপর হামলা চালায়।
ঘটনার পরে ৬৭ জন কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি।
কাশ্মিরী ছাত্ররা জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোনো কথা শুনতে রাজি হয়নি। আমাদের বের করে দেয়া হয়। সেই সময় বাড়ি ফেরার টাকাও ছিল না আমাদের কাছে।"
কয়েকজন ছাত্রের অপরাধে সব কাশ্মিরী ছাত্রকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে এসভিএসইউ'র ভিসি ডক্টর মনজুর আহমেদ বলেন, "প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, যে সব ছাত্র এই ঘটনায় জড়িত শুধু তাদেরকেই সাসপেন্ড করা হবে। কিন্তু ওই হোস্টেলে আবাসিক ৬৭ কাশ্মিরী ছাত্রের কেউই প্রকৃত দোষীদের নাম বলতে চায়নি। তাই তাদের সবাইকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়া হয়।"
উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং আইনের কোর্সে প্রায় দু'শ' কাশ্মীরি ছাত্র পড়াশোনা করেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন