নেতানিয়াহুর ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে প্রচারণা অব্যাহত

নেতানিয়াহুর ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে প্রচারণা অব্যাহত

নেতানিয়াহু, পরমাণু, ভিয়েনা, বোমা, ইসরাইল, নেতানিয়াহু,  ইরান , জাতিসংঘ, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা,
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের পরমাণু আলোচনা আজ থেকে ভিয়েনায় শুরু হতে যাচ্ছে। ইরানের পরমাণু বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোই এ আলোচনার প্রধান উদ্দেশ্য।
নতুন করে পরমাণু আলোচনা এমন সময় শুরু হচ্ছে যখন গতকাল ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএ’র নির্বাহী বোর্ডে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এক বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচি এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূল করার কাজ সহজ করতে মধ্যপ্রাচ্য থেকে পরমাণু অস্ত্র পুরোপুরি ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে একমাত্র দখলদার ইহুদিবাদী ইসরাইলের হাতে রয়েছে প্রায় ২০০টি পরমাণু বোমা। ইসরাইল নানা অজুহাতে নিজেদের পরমাণু বোমার বিষয়টি আড়াল করার চেষ্টা করছে এবং এরই অংশ হিসেবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল ওয়াশিংটনে ইহুদিবাদী লবি আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের বার্ষিক বৈঠকে ইরানের ওপর আরো চাপ বাড়ানোর আহবান জানিয়ে বলেছেন, এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে, কোনো কোনো দেশ মানতেই রাজি নয় যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। নেতানিয়াহু আরো বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেয়া হলে তা হবে বড় ধরণের ভুল। কারণ এর ফলে ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হওয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুবই হতাশ ও ক্ষুব্ধ এবং এ কারণে তিনি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে একটি হাসের সঙ্গে তুলনা করে ইরানকে ‘পরমাণু হাস’ হিসেবে অভিহিত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী দু’ই বছর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি কার্টুন চিত্র তুলে ধরে বিশ্বকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে, পরমাণু কর্মসূচিতে ইরান রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে। তিনি আরো দাবি করেছিলেন, ইরান আগামী ছয় মাসের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে।

এর আগেও নেতানিয়াহু বহুবার একই ধরণের দাবি করেছিলেন। বর্তমানে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসার পরও ইসরাইলি কর্মকর্তারা ইরান বিরোধী প্রচার চালিয়ে লক্ষ্যে পৌঁছতে পারবেন বলে তারা আশা করছেন। ইসরাইলের প্রধান মিত্র আমেরিকাও এখন আর নেতানিয়াহুর বক্তব্যকে আমলে নিচ্ছে না। কারণ তারা জানে যে, হুমকি ও নিষেধাজ্ঞা বর্তমানে কার্যকর কোনো পন্থা নয়। এ কারণে আমেরিকা পরমাণু বিরোধের অবসান ঘটানোর জন্য ইরানের সঙ্গে পাশ্চাত্যের চলমান আলোচনার বিষয়টিকে সমর্থন দিতে তারা বাধ্য হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন