রাশিয়ার দখলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি
রাশিয়ার দখলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি
ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চলের দু’টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির অংশবিশেষ দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে, ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লোদোমির বোভা বলেছেন, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির একটা অংশ রুশ সেনারা দখলে নিয়েছে। তবে, ক্ষেপণাস্ত্রের গুদাম ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া, মস্কোপন্থী সেনারা ইভপাতোরিয়া ঘাঁটির একটা অংশ দখল করেছে। তবে ওই ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র নেই বলে জানিয়েছেন মুখপাত্র।
অন্য আরেক মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ঘাঁটির কমান্ড পোস্ট ও কন্ট্রোল সেন্টার ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে। রুশ সেনারা ঘাঁটির দখল নিতে গেলে কোনো রকমের সংঘর্ষ হয়নি বলে জানান ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।
এদিকে, রশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোপন্থী সেনাদের ওপর রাশিয়ার কোনো নিয়ন্ত্রণ নেই। মস্কো কাউকে বোকা বানাতে পারবে না বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বক্তব্য রাখার একদিন পর ল্যাভরভ এ কথা বললেন।
এদিকে, ইউক্রেন নিয়ে আন্তর্জাতিক উত্তেজনার মাঝে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এছাড়া, পরিস্থিতি শান্ত করার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে বসার কথা বলেছে ব্রিটেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন