ইসরাইল লেবানন সীমান্তে সেনা মোতায়েন করেছে
ইসরাইল লেবানন সীমান্তে সেনা মোতায়েন করেছে
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী মারুন আর-রাস শহরের কাছে সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার কিছুক্ষণের মধ্যেই ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।
এর আগে, কৃত্রিম অভিযানের নামে লেবাননের সীমান্তবর্তী নাবাতিয়েহ এবং ইকলিম আল-তুফা শহরের আকাশে ঢুকে পড়ে ইসরাইলের জঙ্গিবিমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলের জঙ্গিবিমানগুলো মাঝারি উচ্চতা দিয়ে উড়ে যায়। একই এলাকায় ইসরাইলের সেনারা গত ডিসেম্বর মহড়া চালিয়েছিল।
এক মাসের কম সময় আগে ইসরাইলের জঙ্গিবিমান লেবাননের আকাশসীমায় ঢুকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর পর প্রেসিডেন্ট মিশেল সুলায়মান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর নির্দেশ দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তার কিছুদিনের মাথায় লেবাননের সীমান্তবর্তী মারুন আর-রাস শহরের কাছে ইসরাইল সেনা মোতায়েন করল
ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে থাকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন