কেরি: ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেব না

কেরি: ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেব না

কেরি: ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেব না

কেরি,  ইউক্রেন, রাশিয়া, জন কেরি, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সা
ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার এ কাজ বিশ্বকে মস্কোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলেও দাবি করেন তিনি।

ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, “আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা মেনে নেব না এবং তা জবাববিহীন হবে না। সত্যিই রাশিয়ার এ লঙ্ঘন বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পক্ষে ঐক্যবদ্ধ করেছে।”

কেরি দাবি করেন, প্যারিস বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলমান সমস্যা সমাধানের বিষয়ে কূটনৈতিক পথ অনুসরণের ইঙ্গিত দিয়েছেন এবং এতে তিনি নিজেই খানিকটা উসাহবোধ করছেন। একে তিনি সংলাপের শুরু বলে আখ্যায়িত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক এবং সংকট উত্তরণের জন্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে আমেরিকা।

সংবাদ সম্মেলনের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, তিনি এবং জন কেরি একমত হয়েছেন যে, গত মাসে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ এবং বিরোধীদলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করতে হবে। গত ২১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই চুক্তিতে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন ও আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন