ভেনিজুয়েলা পানামার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল

ভেনিজুয়েলা পানামার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল

ভেনিজুয়েলা, পানামা, নিকোলাস মাদুরো , মাদুরো, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী

ভেনিজুয়েলার সরকার পানামার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। 

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মধ্য আমেরিকার এ দেশটি কারাকাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমেরিকাকে সহায়তা করছে। 

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের পথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো বলেন, “এ মুহূর্ত থেকে পানামার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক স্থগিত থাকবে।” 

মাদুরো জানান, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভেনিজুয়েলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পানামা আর সে কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

মাদুরো পানামার প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন”, আপনি ঘৃণ্য চাকরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তবে কাউকে আমাদের পিতৃভূমির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেব না।” 

এদিকে, মাদুরোর এসব বক্তব্যকে অগ্রহণযোগ্য আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছে পানামা।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন