ভারতে সাহারা প্রধানের মুখে কালি নিক্ষেপ

ভারতে সাহারা প্রধানের মুখে কালি নিক্ষেপ

ভারত , সুপ্রিম কোর্ট , আইনজীবী, মনোজ শর্মা , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ভারতের সুপ্রিম কোর্ট চত্বরে দেশটির অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সাহারা গ্রুপের কর্ণধার সাহারাশ্রী সুব্রত রায়ের মুখে কালি ছুড়ে মেরেছে এক আইনজীবী। আকস্মিক এ ঘটনায় হতচকিত হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। তখনই আটক করা হয় মনোজ শর্মা নামে ওই ব্যক্তিকে।

আমানতকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেয়ার অভিযোগে সুব্রত রায়ের বিরু‌দ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল সুপ্রিম কোর্ট। অসুস্থ মায়ের পাশে থাকতে চেয়ে ৩ মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তার এই আবেদন খারিজ করে দেন বিচারপতি। উপায়ন্তর না দেখে ২৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সাহারা প্রধান। আদালতে তোলা হলে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাহারা প্রধানকে ৪ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শেষ তিন দিন কড়া পুলিশি প্রহরায় তাঁকে উত্তরপ্রদেশের কুকরেলে বন দফতরের বাংলোতে রাখার ব্যবস্থা করা হয়। সোমবার রাতে লখনউ থেকে সড়কপথে তাঁকে দিল্লি নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ।

সুপ্রিম কোর্টে আজ দুপুর ২টায় মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, দুপুর ১টার কিছুক্ষণ আগে পুলিশি প্রহরায় সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছান সাহারার কর্ণধার। গাড়ি থেকে নেমে আদালতের দিক যেতেই অতর্কিতে কালি এসে লাগে তার মুখে। তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় অভিযুক্ত মনোজ শর্মাকে। এ সময় গ্বালিয়র আদালতের আইনজীবী মনোজ শর্মা সাংবাদিকদের জানান, সাহারাশ্রীকে ‘সুব্রত রায় একজন চোর। গরিবের টাকা তিনি চুরি করেছেন। তাই তাকে শিক্ষা দিতেই এতদূর এসেছি।‘

মুখ ও জামায় কালিলেপা অবস্থাতেই সুব্রত রায় আদালতে ঢোকেন, করজোড়ে ক্ষমা চান, অর্থ পরিশোধের বিকল্প প্রস্তাব দেন।শুনানিতে সাহারার আইনজীবী রাম জেঠমালানি আদালতকে জানান, ৬ মাসের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দেবে সাহারা। এ সময় সুব্রত রায় আদালতে বলেন, বকেয়া মেটাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দেবেন। কিন্তু, এ জন্য তাঁকে তিন থেকে ছয় মাস সময় দিতে হবে। কিন্তু, এতে সন্তুষ্ট হয়নি আদালত। এরপর বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও বিচারপতি জে এস কেহরের ডিভিশন বেঞ্চ সাহারা প্রধান সুব্রত রায়কে ১১ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন