শীলা দীক্ষিত কেরালার ২২তম গভর্নর নিযুক্ত হলেন
শীলা দীক্ষিত কেরালার ২২তম গভর্নর নিযুক্ত হলেন
অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে কেরালার ২২তম গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আজ (বুধবার) সকালে কেরালার গভর্নর নিখিল কুমার পদত্যাগ করেন। এরপরই শীলা দীক্ষিত দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের সঙ্গে। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে কেরালার গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, বিহারের ঔরঙ্গাবাদ কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়বেন বিদায়ী গভর্নর নিখিল কুমার। এ কারণেই তিনি পদত্যাগ করেন।
এদিকে, শীলা দীক্ষিতের এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছে আম আদমি পার্টি (আপ)। কেজরিওয়ালের সহযোগী, আপ নেতা মনিশ সিসোদিয়া অভিযোগ করেছেন, দুর্নীতি মামলার তদন্ত চলাকালে শীলা দীক্ষিতকে গভর্নর নিয়োগ দেয়ার অর্থ হচ্ছে তাকে অভিযোগ থেকে রেহাই দেয়া।
গত লোকসভা ভোটে আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে বড়সড় ব্যবধানে হেরে যান দিল্লির পরপর তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কমনওয়েলথ গেমসে স্ট্রিট লাইট কেলেঙ্কারি মামলায় দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আম আদমি পার্টি সরকার। পরে দিল্লি বিধানসভায় জনলোকপাল বিল খারিজ হয়ে যাওয়ায় পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে সেখানে প্রেসিডেন্টের শাসন চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন