বিপুল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে ইরানের সশস্ত্র বাহিনীকে

বিপুল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে ইরানের সশস্ত্র বাহিনীকে

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র , প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসলামি প্রজাতন্ত্র , বিমান,  হোসেইন , ইরান, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দ
ইরানের সশস্ত্র বাহিনীকে দেশে তৈরি বিপুল পরিমাণ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তরে করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ও খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটিকে আজ (বুধবার) ক্ষেপণাস্ত্রগুলো দেয়া হয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। কদর, কিয়াম, ফাতাহ ১১০, খালিজ-ই-ফারস্‌সহ মেরসাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আইআরজিসি’র কাছে হস্তান্তর করেছে মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইরানের মহাকাশ শিল্প সংস্থা ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে।
ক্ষেপণাস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান দৃঢ়তার সঙ্গে বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। তিনি আরো বলেন, পাশ্চাত্যের অবৈধ নিষেধাজ্ঞা ইরানের প্রতিরক্ষা খাতে বিন্দুমাত্র সমস্যা তৈরি করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতের যন্ত্রাংশ তৈরিতে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে ইরান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন