সৌদি, বাহরাইন ও আমিরাত কাতার থেকে দূত ডেকে পাঠালো
সৌদি, বাহরাইন ও আমিরাত কাতার থেকে দূত ডেকে পাঠালো
প্রতিবেশি কাতার থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাতার হস্তক্ষেপ করছে -এমন অভিযোগ এনে তারা এ নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।
পারস্য উপসাগরীয় আরব এ তিনটি দেশের রাষ্ট্রদূত ডেকে পাঠানোর ঘটনাকে ঝড়োগতির সিদ্ধান্ত বলে অভিহিত করেছে গণমাধ্যম। গতকাল মঙ্গলবার ছয় জাতিভিত্তিক সংস্থা পিজিসিসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দূত ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
পরে যৌথ এক বিবৃতিতে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত বলেছে, তারা সবাই কাতারকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি ও বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার জন্য বলার পরও কাতার তা করেনি। বিবৃতিতে আরো বলা হয়েছে- ইখওয়ানুল মুসলিমিনের মতো দলকে সমর্থন না দেয়ার জন্য বলা হলেও কাতার সে কথায় কান দেয়নি। ইখওয়ানকে আরব অঞ্চলের জন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি সংগঠন বলে উল্লেখ করা হয়েছে আরব রাষ্ট্র তিনটির বিবৃতিতে। এছাড়া, কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের সমালোচনা করে বলা হয়েছে- মিশরে ইখওয়ানের পক্ষে রিপোর্ট করেছে এ টেলিভিশন চ্যানেলটি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন