রাশিয়া: নিষেধাজ্ঞা আরোপ করলে আমেরিকাকে পাল্টা জবাব দেয়া হবে

রাশিয়া: নিষেধাজ্ঞা আরোপ করলে আমেরিকাকে পাল্টা জবাব দেয়া হবে

রাশিয়া, আমেরিকা, মস্কো, ইউক্রেন, রুশ , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশেভিচ
রাশিয়া বলেছে, ইউক্রেন ইস্যুতে আমেরিকা মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়- আমেরিকার যেকোনো ধরনের দায়িত্বজ্ঞানহীন ও হঠকারী তৎপরতার বিরুদ্ধে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশেভিচ বলেছেন, “আমরা বহুবার আমেরিকাকে বলেছি যে, একতরফা নিষেধাজ্ঞা কোনো সভ্য দেশের জন্য মানানসই কাজ নয়।” নিষেধাজ্ঞা মোটেই উপযুক্ত কোনো পদক্ষেপ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, ইউরোপ ও আমেরিকা বলেছে, ইউক্রেনরে ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করা না হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, পশ্চিমারা তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ষড়যন্ত্র করছে। তিনি ইউক্রেন ইস্যুকে ঘিরে বিশ্বে নতুন মেরুকরণ সৃষ্টির জন্য পশ্চিমা সরকারগুলোকে অভিযুক্ত করেন। তার একদিন পরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিল।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন