ইসরাইল গেরিলাদের সাহায্যে সেনা অফিসার পাঠাচ্ছে
ইসরাইল গেরিলাদের সাহায্যে সেনা অফিসার পাঠাচ্ছে
সিরিয়ার প্রেসিডেন্টের রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুথাইনা শাবান বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি মদদপুষ্ট গেরিলাদেরকে সহযোগিতার জন্য সেনা কর্মকর্তাদের পাঠাচ্ছে দখলদার ইসরাইল। আরবি ভাষার নিউজ নেটওয়ার্ক আল-মায়াদিনকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।
মিসেস শাবান আরো বলেছেন, ইসরাইলি সেনা কর্মকর্তারা যে সিরিয়ায় ততপরতা চালাচ্ছে এবং গেরিলাদের সহযোগিতা করছে, সে বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ইসরাইলে গিয়ে যেসব আহত গেরিলা চিকিতসা নিয়েছে, তাদের মধ্যে ইসরাইলি সেনারাও ছিল। সিরিয়ায় যুদ্ধ ক্ষেত্রে আহত হওয়ার পর ইসরাইলি সেনা কর্মকর্তারা গোলান মালভূমিতে চিকিতসা নেয় এবং তাদের সঙ্গে বেশ কিছু গেরিলাকেও চিকিতসা দেয়া হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের উপদেষ্টা এমন এসব মন্তব্য করলেন যখন গত ২ মার্চ আবু ধাবি থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য ন্যাশনাল’ লিখেছে, সিরিয়ায় যুদ্ধরত গেরিলাদের পেছনে বিপুল অংকের অর্থ খরচ করছে ইসরাইল। অর্থের বিনিময়ে যুদ্ধবাজ গেরিলাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নানা তথ্যও হাতিয়ে নিচ্ছে। সিরিয়ায় যুদ্ধরত অন্ততঃ তিনটি গেরিলা গোষ্ঠীর সঙ্গে ইসরাইলি গুপ্তচর সংস্থার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে পত্রিকায় উল্লেখ করা হয়েছে।
২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সরকারবিরোধী যুদ্ধ চলছে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো যে করেই হোক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। কারণ বাশার আসাদ সব সময় ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন