জয়নাব (সা.আ.) এর সাথে ওমরে সাআদ এবং শিমারের রূঢ় আচরণ
জয়নাব (সা.আ.) এর সাথে ওমরে সাআদ এবং শিমারের রূঢ় আচরণ
এস, এ, এ
ওমর বিন সাআদের আচরণ:
ওমর বিন সাআদ যখন আহলে বাইত (আ.) কে কুফার দিকে রওনা করে তখন সে নির্দেশ দেয় যে বন্দিদেরকে উটের উপরে আরোহন করানো হোক কিন্তু তাদের উটের উপর থেকে পর্দা সরিয়ে নেয়া হয়।
হজরত জয়নাব (সা.আ.) এর ওমর সাআদের রূঢ় আচরণের কারণে রাগান্বিত হন এবং বলেন:
হে সাআদের সন্তান! খোদা যেন তোমার দুনিয়া ও আখেরাতকে ধ্বংষ করুন! তুমি কোন সাহসে তোমার সঙ্গিদের এমন নির্দেশ দিচ্ছ। তুমি কি জান না যে আমরা হচ্ছি রাসুল (সা.) এর বংশধর। তাদেরকে বল যেন তারা আমাদের কাছ থেকে দূরে অবস্থান করে যেন আমরা একে অপরকে উটে আরোহণ করাতে পারি।
হজরত জয়নাব ও উম্মে কুলসুমের বন্দিদের আরোহন করান:
হজরত জয়নাব ও উম্মে কুলসুম প্রত্যেকটি বন্দিদের নাম উচ্চারণ করেন এবং এক এক করে তাদেরকে উটে আরোহন করান। সবাইকে যখন উটে আরোহন করানো হয়ে যায় তখন হজরত জয়নাব (সা.আ.) একা থেকে যান। তখন তিনি খুব একাকিত্ববোধ করেন। ইমাম সাজ্জাদ (আ.) ছাড়া আর কেউ ছিল না যে তাকে উটে আরোহণ করাবে। কিন্তু ইমাম সাজ্জাদ (আ.) এর অবস্থা এতই বেশী খারাপ ছিল যে, হজরত জয়নাব (সা.আ.) তাঁর অবস্থা দেখে তাকে বলেন: হে ভাতিজা তুমি উটে আরোহণ কর।
হজরত জয়নাব (সা.আ.) কিভাবে উটে আরোহণ করেন:
ইমাম সাজ্জাদ (আ.) ফুফু জয়নাব (সা.আ.) কে বলেন হে ফুফু! আপনি আমাকে শত্রুদের মধ্যে ছেড়ে দিন এবং আপনি উটে আরোহণ করুন। অতপর ইমাম সাজ্জাদ (আ.) হজরত জয়নাব (সা.আ.) কে উটে আরোহণ করান।
জয়নাব (সা.আ.) এর উটে আরোহণের সময় শিমারের রূঢ় আচরণ:
শিমর যখন দেখে যে ইমাম সাজ্জাদ (আ.) তাঁর ফুফু জয়নাব (সা.আ.)কে উটে অরোহণ করাচ্ছে তখন সে খুব রাগান্বিত হয় এবং একটি লাঠি দ্বারা ইমাম সাজ্জাদ (আ.) মারতে থাকে। জয়নাব (সা.আ.) শিমারের এ অমানবিক আচরণ দেখার পর ইমাম সাজ্জাদ (আ.) এর সাথে ক্রন্দন করতে থাকে এবং শিমারকে উদ্দেশ্য করে বলেন: হে শিমার তুমি রাসুল (সা.) এতিম সন্তান এবং যুগের ইমামের সাথে ভদ্র আচরণ কর।
রাভি বর্ণনা করে যে, যখন আমি জয়নাব (সা.আ.) কে উটে আরোহণ করতে দেখি তখন আমার হজরত আলী (আ.) এর যুগে হেজাজ থেকে জয়নাব (সা.আ.) এর বাহির হওয়ার কথা মনে পড়ে যায়। যখন তিনি উটে আরোহন করছিলেন তখন বণি হাশিমের যুবকরা তাকে ঘিরে রেখেছিল এবং অতি ভদ্রতা এবং সম্মান প্রর্দশন করছিল। আমার মনে আছে যখন তিনি মদীনা থেকে বাহির হওয়ার সময় উটে আরোহণ করতে যান তখন হজরত আব্বাস (আ.) নিজের হাটুকে বাঁকা করে যেন তিনি উটে আরোহণ করতে পারেন কিন্তু এখন তাকে জল্লাদরা চাবুক মেরে উটে আরোহণ করাচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন