আমেরিকা ইরানি প্রতিনিধিদলকে যেতে দিল না

আমেরিকা ইরানি প্রতিনিধিদলকে যেতে দিল না

আমেরিকা, ইসলামি প্রজাতন্ত্র ই, ভেনিজুয়েলা,  কিউবা , আমেরিকা, তেহরান, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, ব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি এ কথা জানিয়েছেন।

প্রতিনিধিদলটির ভেনিজুয়েলা ও কিউবা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু, অ্যারোফ্লোট এয়ারলাইন্সকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দেয় আমেরিকা; আর এই অস্বীকৃতির কারণে ইরানি প্রতিনিধিদলটি সফর বাতিল করেছে। অ্যারোফ্লোট এয়ারলাইন্সের বিমানে করে ইরানি প্রতিনিধিদলের কিউবা ও ভেনিজুয়েলা যাওয়ার কথা ছিল।

বোরুজেরদি জানান, কিউবা ও ভেনিজুয়েলা সফরের নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়নি তবে সফর নিশ্চিত করার জন্য সঠিক পথ খুঁজে বের করার চেষ্টা করছে তেহরান। বোরুজেরদি এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে।

ইরানের এ সিনিয়র সংসদ সদস্য বলেন, তেহরানের সঙ্গে লাতিন আমেরিকার সম্পর্ক আরো জোরদার করার উদ্দেশ্যে সংসদীয় প্রতিনিধিদল এ সফরের পরিকল্পনা করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন