রুহানি: পরমাণু উন্নয়ন ঠেকাতেই বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে

রুহানি: পরমাণু উন্নয়ন ঠেকাতেই বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে

রুহানি: পরমাণু উন্নয়ন ঠেকাতেই বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে

রুহানি, পরমাণু, বিজ্ঞানী, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু উন্নয়ন ঠেকাতেই বিজ্ঞানীদের হত্যা করেছে বলদর্পী শক্তিগুলো। রাজধানী তেহরানে রোববার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

ড. রুহানি বলেন, “আমাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। কিন্তু তারপরও পরমাণু খাতে উন্নয়ন ও উন্নতি থামিয়ে দিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, শিল্পোন্নত দেশগুলো মৌলিক প্রযুক্তিগুলোর ওপর একচেটিয়া কর্তৃত্ব করার জন্য নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমাদের অভিযোগ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শন সম্পর্কেও কথা বলেন।

ড. রুহানি বলেন- “পশ্চিমাদের জানা উচিত যে, ইরানের পরমাণু বিজ্ঞান শান্তিপূর্ণ পথে এগিয়ে চলেছে এবং এ বিষয়ে তাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। আইএইএ কয়েক হাজার ঘণ্টা ধরে ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শন করেছে এবং বেসামরিক পথ থেকে সামরিক দিকে চলে যাওয়ার কোনো ইঙ্গিত পায়নি।”

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিতান্তই প্রতিরক্ষামূলক উল্লেখ করে ড. রুহানি বলেন, শিল্পোন্নত দেশগুলোই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি লঙ্ঘন করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন