আমেরিকার সব পথ খোলা
আমেরিকার সব পথ খোলা
জ্যাক লিউ- জন কেরি
রাশিয়া ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় সেনা মোতায়েন করার পর মার্কিন সরকার বলেছে, দেশটি ‘গভীর উদ্বেগের’ সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একথা বলতেও ছাড়েননি যে, সংকট কবলিত দেশটির ব্যাপারে ‘সম্ভাব্য সব পথ খোলা’ রেখেছে ওয়াশিংটন। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাধারণত মার্কিন কর্মকর্তারা নিষেধাজ্ঞা আরোপ অথবা সামরিক হস্তক্ষেপের কথা বুঝিয়ে থাকেন।
সম্প্রতি পাশ্চাত্য সমর্থিত গণআন্দোলনে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সরকারের পতন হয়। এরপর দেশটির স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার প্রধানমন্ত্রী তার নিয়ন্ত্রিত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রুশ সহায়তা চান। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ায় সেনা পাঠানোর বিষয়টি অনুমোদনের জন্য তার দেশের পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। পার্লামেন্ট গত শনিবার বিষয়টি অনুমোদন করলে ক্রিমিয়ায় রুশ সেনা মোতায়েন করা হয়।
মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লিউ রোববার এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলেছেন, রাশিয়া ইউক্রেনে সেনা পাঠিয়ে দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। প্রেসিডেন্ট ওবামা টেলিফোন করে প্রেসিডেন্ট পুতিনকে একথা জানিয়ে দিয়েছেন। লিউ আরো বলেন, সংকট কবলিত ইউক্রেন যাতে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারে সেজন্য ওয়াশিংটন কিয়েভের নতুন সরকারকে প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতা দেবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের কৌশলগত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করে তাহলে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সিবিএস নিউজ চ্যানেলের এক অনুষ্ঠানে কেরি বলেন, রুশ কর্মকর্তাদের জন্য আমেরিকার ভিসা বাতিল, আমেরিকায় রুশ সম্পদ জব্দ এবং রাশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে ব্যবসা করতে যাওয়ার আগে আমেরিকার ব্যবসায়ীরা দু’বার ভাবতে বাধ্য হবে বলে কেরি দাবি করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন