প্রাণ নিতে গিয়ে প্রাণ হারাল ৯ তালেবান

প্রাণ নিতে গিয়ে প্রাণ হারাল ৯ তালেবান

তালেবান, নারী, গেরিলা, গেরিলা, মুসলমান, মার্কিন , তেহরান , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা,
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ (ফাইল ফটো)
আফগানিস্তানের লোগার প্রদেশে নিজেদের গাড়ি বোমা বিস্ফোরণে নয় তালেবানসহ ১৩ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাদেশিক পুলিশের উপ-প্রধান আব্দুল ওয়ালি তুফান বলেছেন, প্রদেশের কেন্দ্রীয় শহর ‘পুলি আলামে’ নিজেদের বাড়িতে একটি গাড়িতে বোমা বসানোর সময় তাতে বিস্ফোরণ ঘটে। এর ফলে নয় তালেবান গেরিলা, দুই নারী ও দুই শিশু নিহত হয়েছে।

গেরিলারা গাড়িতে বোমাটি বসানোর পর শহরের ব্যস্ততম এলাকায় হামলা চালাতে চেয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি। প্রাদেশিক সরকারের মুখপাত্র দ্বীন মুহাম্মাদ দারভিশ বলেছেন, বিস্ফোরণে বাড়িটি ধ্বংস হয়ে গেছে। এর ফলে বাড়ীর ভেতরের কেউই রক্ষা পায়নি।

আগামী ৫ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে তালেবান গোষ্ঠী বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে তিনি ধারণা করছেন। আফগানিস্তানে তালেবানের বোমা হামলায় এ পর্যন্ত বহু নিরপরাধ মানুষ নিহত হয়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে নিরপরাধ মুসলমানদের হত্যা করে যাচ্ছে মার্কিন সেনারা।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন