পুতিনের সিদ্ধান্তের নিন্দা করল জি-৮
পুতিনের সিদ্ধান্তের নিন্দা করল জি-৮
ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত উপদ্বীপ ক্রিমিয়ায় সেনা পাঠানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতিতে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে গতকাল এক টেলিফোন সংলাপে এ কথা বলেছেন পুতিন।
তিনি বলেন, ইউক্রেনে রুশ বংশোদ্ভূত নাগরিকদের জন্য উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
টেলিসংলাপে মার্কেল ইউক্রেনের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সংলাপের পর জার্মান চ্যান্সেলরের মুখপাত্র বলেছেন, ইউক্রেনের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
এদিকে, ইউক্রেনের বিষয়ে শক্ত অবস্থান নেয়া এবং ক্রিমিয়ায় সেনা পাঠানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছে শিল্পোন্নত সাত দেশ। এসব দেশ বলেছে, ইউক্রেনে সেনা পাঠিয়ে রাশিয়া সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানাতে চলতি সপ্তাহে কিয়েভ সফর করবেন। এর পাশাপাশি তিনি রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ থেকে বহিষ্কার ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন