নিজ স্বার্থেই আমেরিকা আফগান যুদ্ধ শুরু করেছে
নিজ স্বার্থেই আমেরিকা আফগান যুদ্ধ শুরু করেছে
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের স্বার্থেই আফগান যুদ্ধ শুরু করেছে। ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
হামিদ কারজাই খুব স্পষ্ট করেই বলেছেন, “আফগানরা আমাদের যুদ্ধে মারা যায়নি। ১২ বছর ধরে যে যুদ্ধ চলছে তা আমেরিকা ও পশ্চিমাদের নিরাপত্তা এবং বিশেষ কিছু স্বার্থের জন্য চলছে।”
সাক্ষাৎকারে হামিদ কারজাই আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানে বিমান হমালা বন্ধ করতে হবে কারণ এসব হামলায় তালেবান গেরিলা মারা যাওয়া পরিবর্তে মারা যাচ্ছে বেসামরিক সাধারণ মানুষ। এছাড়া, শান্তি প্রক্রিয়া শুরু না হলে আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিও তিনি সই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কারজাই বলেছেন, আফগান নতুন প্রেসিডেন্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী মাসে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আফগান প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা চুক্তিতে সই করার আগে আমেরিকাকে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং আফগানদের বাড়ি-ঘরে বিমান হামলা বন্ধ করতে হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন