পাকিস্থানে শিয়া আলেমের শাহাদাত

পাকিস্থানে শিয়া আলেমের শাহাদাত

শিয়া, পাকিস্থান, করাচী, তাকী, হাদী, নাকাভী, তালেবান, করাচী, কোয়েটা, লাহোর, পেশোয়ার , রাওয়ালপিণ্ডি
পাকিস্তানে পরিকল্পিতভাবে শিয়া ব্যক্তিদের উপর সন্ত্রাসী হামলা ও তাদেরকে হত্যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার করাচী’র বিশিষ্ট শিয়া আলেম ‘আল্লামা তাকী হাদী নাকাভী’র উপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে মোটর সাইকেল আরোহী অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা করাচী’র নাযিমাবাদ এলাকায় তার উপর হামলা চালালে তিনি ঘটনাস্থলে শহীদ হন।
আল্লামা সৈয়দ তাকি নাকাভী’র শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন শিয়া সংস্থা। হামলার সাথে জড়িতদেরকে অনতি বিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য সিন্ধু রাজ্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে ঐ সকল সংস্থার পক্ষ থেকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পাক কর্তৃপক্ষ সবসময় পাকিস্তানি শিয়া ব্যক্তিত্ব ও আলেমদের উপর হামলার ক্ষেত্রে তালেবান ও লাশকারে ঝাংভি’র ন্যায় অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদেরকে দায়ী করে থাকে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের করাচী, কোয়েটা, লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিণ্ডিসহ অন্যান্য শহরের বাসিন্দাদের উপর বিশেষ করে শিয়াদের উপর হামলা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন