জয়শ-উল-আদল নির্মূল হবে যদি অপহৃতদের ক্ষতি হয়
জয়শ-উল-আদল নির্মূল হবে যদি অপহৃতদের ক্ষতি হয়
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি বলেছেন, পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কোনো রকম বর্বর ব্যবহার করলে সন্ত্রাসীগোষ্ঠী জয়শ-উল-আদলকে নির্মূল করা হবে।
ইরানি সীমান্তরক্ষীদের হত্যা করা হবে বলে হুমকি দেয়ার পর এ হুঁশিয়ারি দিলেন হোসেইন নাকাভি। তিনি বলেছেন, “সন্ত্রাসীদের হুমকিতে ইরানের কোনো ক্ষতি হবে না তবে, তারা যদি কোনো ক্ষতি করে তাহলে আন্তর্জাতিক আইন ও আমাদের অধিকার অনুসারে তাদের বিরুদ্ধে একই রকমের ব্যবস্থা নেয়া হবে।”
গত ৬ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাকিগুর এলাকা থেকে জয়শ-উল-আদল গোষ্ঠী পাঁচ সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানের ভুখণ্ডে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য তারা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, এ পর্যন্ত পাক কর্মকর্তাদের সঙ্গে জয়শ-উল-আদল গোষ্ঠীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।
এ সম্পর্কে ইরানের এ সংসদ সদস্য বলেছেন, “আমরা আশা করি পাকিস্তান সরকার শিগগিরি জয়শ-উল-আদলের সঙ্গে আলোচনায় বসবে এবং অপহৃত ইরানি নাগরিকদের মুক্তির ব্যবস্থা করবে।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন