ইরান যেকোনো ক্ষেপণাস্ত্র বানাতে পারে

ইরান যেকোনো ক্ষেপণাস্ত্র বানাতে পারে

ইরান, ক্ষেপণাস্ত্র, ইসলামি প্রজাতন্ত্র ই, ইরান, কারখানা, ক্ষেপণাস্ত্র, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হোসেইন দেহকানি বলেছেন, তার দেশ যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম।

তিনি শনিবার বলেছেন, ইরান ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের ক্ষেপণাস্ত্র ইরানের কারখানায় বানানো সম্ভব। তিনি জানান, তার দেশ এরইমধ্যে রাডার ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রও বানাতে পেরেছে।

জেনারেল দেহকান বলেন, নির্ভুলভাবে হামলা এবং ক্ষেপণাস্ত্রের কৌশলগত দিক হচ্ছে ইরানের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

ইরান বর্তমানে নানা ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে এবং শত্রুর যেকোনো হুমকির মুখে নিজেদের সব ধরনের প্রয়োজন মেটাতে সক্ষম।

ইরানের মন্ত্রী বলেন, তার দেশ এখন বেসামরিক বিমান বানাতে সক্ষম এবং সব ধরনের নৌযান ও সাবমেরিনে ক্ষেপণাস্ত্র বসানো হবে। জেনারেল হোসেইন দেহকান জানান, তার দেশ প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র রপ্তানি করার চেষ্টা করছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন