ইসরাইল গোলান মালভূমিতে ২টি রকেট আঘাত হেনেছে
ইসরাইল গোলান মালভূমিতে ২টি রকেট আঘাত হেনেছে
ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা অধিকৃত গোলান মালভূমি থেকে দু’টি কাতিউশা রকেটের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। শনিবার মধ্যরাতের পর রকেট দুটি গোলান মালভূমির ইসরাইল অধিকৃত অংশে আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট দু’টি সিরিয়া অথবা লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে তারা আরো বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের জের ধরে এসব রকেট নিক্ষিপ্ত হয়ে থাকার সম্ভাবনাই বেশি।
এর আগে গত সোমবার ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমিতে ২১০তম রিজিওনাল বাশান ডিভিশন মোতায়েন করে। গত ৪০ বছর ধরে এই ডিভিশন অধিকৃত বিভিন্ন ভূখণ্ডে মোতায়েন ছিল। একটি সামরিক সূত্র জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনী সিরিয়ার ভেতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। ওই যুদ্ধে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকারও দখল নেয় দখলদার ইহুদিবাদীরা। ১৯৮১ সালে ইসরাইল গোলান মালভূমিকে তার ভূখণ্ডের অন্তর্ভূক্ত বলে ঘোষণা করে। তবে এ জবরদখল আন্তর্জাতিক আইনের বিরোধী বলে বিশ্বসমাজ আজ পর্যন্ত ওই অন্তর্ভূক্তিকে স্বীকার করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে ইসরাইলে গোলান মালভূমির অন্তর্ভূক্তিকে প্রত্যাখ্যান করা হয়েছে। জাতিসংঘের সব দলিলে গোলান মালভূমিকে দখলীকৃত ভূখণ্ড বলে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন