ইতিহাসে আজ : ১ মার্চ

ইতিহাসে আজ : ১ মার্চ
১৮১৫ খ্রীষ্টাব্দের এ দিনে এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়। এলবা দ্বীপে ১০ মাস নির্বাসিত জীবন কাটানোর পর একই বছরের ২৭শে ফেব্রুয়ারি পদস্থ সেনা কর্মকর্তাসহ একহাজার সেনা নিয়ে ফ্রান্সে পালিয়ে আসেন এবং ১০০ দিনের শাসন শুরু করেন। ১৮১৫ সালের ১৮ই জুন ওয়াটারলুর যুদ্ধে তিনি বৃটেন ও প্রুশিয়ার কাছে পরাজিত হন। ওয়াটার লুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনের ছয় পর অর্থাৎ ১৮২১ সালের মে মাসে সেখানেই তার মৃত্যু হয়।
১৯৯০ সালের ১লা মার্চ লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । লিথুনিয়া বল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি দেশ। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লিথুনিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়। ১৫৬৯ থেকে ১৭৯১ সাল পর্যন্ত লিথুনিয়া পোল্যাণ্ডের আগ্রাসনের শিকার হয়। অষ্টাদশ শতাব্দীতে লিথুনিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। ১৯১৯ সালে স্বাধীনতা লাভ করে এবং ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। লিথুনিয়ার আয়তন ৬৫.২ হাজার বর্গকিলোমিটার। দেশের লোকসংখ্যার পাঁচ ভাগের চার ভাগ লিথুয়েনিয়া জাতির লোক, বাকীরা রুশ এবং পোল্যাণ্ডের লোক । লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিউস।
১৮৯২ সালের ১লা মার্চ জাপানের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ও ছোট গল্পকার রিয়ুনোসুকি অকুতাগাওয়া টোকিওর শিটামাচি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাপানের ছোট গল্পের জনক হিসেবে পরিচিত। অকুতাগাওয়া ১৯১৩ সালে টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ১৯১৬ সালে তিনি ইংরেজীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯১৪ সালে তার লেখা প্রথম ছোট গল্পের বই রাশোমোন প্রকাশিত হয়। অকুতাগাওয়ার কয়েকটি উল্লেখযোগ্য বই হচ্ছে, ইন এ গ্রোভ, ফুলস লাইভ, ড্রাগন ইত্যাদি। তিনি ১৯২৭ সালে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।
 ৪৪১ হিজরীর ৩রা রবিউল আউয়াল আরবের বিশিষ্ট অন্ধ কবি, লেখক ও দার্শনিক আবুল আ'লা মা'য়ারী ইহজগৎ ত্যাগ করেন। তিনি ৩৬৩ হিজরী সালে সিরিয়াতে জন্মগ্রহণ করেন এবং মাত্র চার বছর বয়সে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তিনি নিজ শহর মা'য়ারা এবং সিরিয়ার অন্যান্য শহরে প্রাথমিক শিক্ষা অর্জনের পর উচ্চ শিক্ষার জন্য ইরাকের বাগদাদে গমন করেন। আবুল আ'লা মা'য়ারী ছিলেন তার সমসাময়িককালের একজন শ্রেষ্ঠ কবি। তাঁর প্রভাব সৃষ্টিকারী বইগুলোর মধ্যে ‘রেসালাত আল গুফরান', ‘ফুসুল ওয়াল ঘায়াত', আল মলি ইত্যাদি উল্লেখযোগ্য।
১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পূর্বপাকিস্তানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরিষদের সভাপতি ছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আবদুর রব। পরিষদে অন্যান্যের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী ও শাহজাহান সিরাজ। ঐদিন রাতেই পরিষদের সিদ্ধান্ত হয় পরদিন অর্থাৎ ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হবে। ২রা মার্চ পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে দুপুরে সুপ্রিম কোর্টে, সচিবালয়সহ সারাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
ফার্সী ১৩০১ সালের ১১ই ইস্ফান্দ ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মুর্তেজা হান্নানেহ জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষার পর তিনি সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হন। তিনি স্বল্প সময়ের জন্য তেহরান সিম্ফনী বা ঐক্যতান সঙ্গীত সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুর্তেজা হান্নানেহ সঙ্গীতের ওপর ইতালীতেও পড়াশুনা করেন এবং সেখান থেকে ফিরে কয়েকজন বন্ধুর সহায়তায় রেডিও তেহরানে ফারাবী অর্কেস্ট্রা নামে একটি বাদকদল গঠন করেন। ইরানের এই মহান সঙ্গীতজ্ঞ ফার্সী ১৩৬৮ সালে মৃত্যুবরণ করেন ।
২০০৮ সালের ১লা মার্চ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন মহিলা ও চারটি শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে ও চারপাশে ইসরাইলের স্পেশাল ফোর্স গোপনে এ হামলা চালায়।
সূত্রঃ রেডিও তেহরান

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন