মাওবাদীদের অতর্কিত হামলায় ভারতের ছত্তিশগড়ে ৬ পুলিশ নিহত
মাওবাদীদের অতর্কিত হামলায় ভারতের ছত্তিশগড়ে ৬ পুলিশ নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী গেরিলাদের অতর্কিত হামলায় অন্তত ৬ পুলিশ নিহত হয়েছে। রাজ্যের রাজধানী রায়পুর থেকে ২৬৩ কিলোমিটার দূরে দান্তেওয়াড়ার শ্যামগিরি জঙ্গলে শুক্রবার এ হামলা চালানো হয়।
১২ সদস্যের একটি পুলিশ দলের ওপর একযোগে স্থল মাইনের বিস্ফোরণের পাশাপাশি নির্বিচারে গুলি চালায় মাওবাদী গেরিরালা। এতে ঘটনাস্থলেই ছয় পুলিশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিচালক অমরনাথ উপাধ্যায়। উপদ্রুত এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়েছে।
২০১০ সালের এপ্রিলে একই এলাকায় মাওবাদী গেরিলাদের হামলায় ৬০ পুলিশ নিহত হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন