মিয়ানমার রাখাইনে ডক্টরস উইদাউট বর্ডার’র তৎপরতা বন্ধ করল

মিয়ানমার রাখাইনে ডক্টরস উইদাউট বর্ডার’র তৎপরতা বন্ধ করল

মিয়ানমার রাখাইনে ডক্টরস উইদাউট বর্ডার’র তৎপরতা বন্ধ করল

রোহিঙ্গা, মুসলমান, ডক্টরস উইদাউট বর্ডার, রাখাইন, বিবিসি, আরাকান , বাংলাদেশ , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, ব
বিপন্ন রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা সেবা দিচ্ছিল এমএসএফ
মিয়ানমার সরকার দেশটির মুসলিম অধ্যুষিত রাখাইন (আরকান) প্রদেশে ত্রাণ কাজে নিয়োজিত অন্যতম বড় ত্রাণ সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার’ বা এমএসএফের তৎপরতা বন্ধ করে দিয়েছে।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র বিবিসিকে এ কথা জানিয়েছেন। তার ভাষায়, ডক্টরস উইদাউট বর্ডার ত্রাণ তৎপরতার ক্ষেত্রে রোহিঙ্গা মুসলমানদের আনুকূল্য দেখাচ্ছে। চিকিৎসা সেবা দেয়ার সময় এমএসএফ স্থানীয় বৌদ্ধদের বদলে মুসলমানদের প্রতি আনুকূল্য দেখাত বলেও দাবি করেন তিনি।

রাখাইন বা আরাকান প্রদেশে স্বাস্থ্যসেবা দেয়ার কাজে জড়িত বিশ্বের কয়েকটি বড় ত্রাণ সংস্থার অন্যতম এমএসএফ। এ ছাড়া, এইচআইভি এবং ম্যালেরিয়া বিরোধী অভিযানেও জড়িত ছিল সংস্থাটি।

২০১২ সালের ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গায় বাস্তুহারা মুসলমানদের জরুরি সহায়তা দেয়ার কাজে নিয়োজিত ছিল এমএসএফ। এক মাস আগে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছিল, বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী এলাকায় মুসলিম বিরোধী দাঙ্গার পর রোহিঙ্গা মুসলমানদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিবৃতি মিয়ানমার সরকারকে ক্ষুব্ধ করে তুলেছে বলে মনে করা হচ্ছে।

কয়েকদিন আগে মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের স্থানীয় সরকার প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য করছে বলে প্রমাণ পাওয়া গেছে। এ বিবৃতি প্রকাশের কয়েকদিনের মধ্যেই এমএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিল মিয়ানমার সরকার।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন