হিজবুল্লাহ: ইসরাইলি হামলার যথোপযুক্ত জবাব দেয়া হবে
হিজবুল্লাহ: ইসরাইলি হামলার যথোপযুক্ত জবাব দেয়া হবে
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, দখলদার ইসরাইলের ড্রোন হামলার যথোপযুক্ত জবাব দেয়া হবে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার জবাব দেয়ার জন্য উপযুক্ত সময়,স্থান ও উপায় খুঁজে বের করা হবে। গত সোমবার রাতে ইসরাইলি বাহিনী সিরিয়া সীমান্তে হিজবুল্লাহর একটি অবস্থানে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ আরো বলেছে, এই হামলা শুধু হিজবুল্লাহ নয় গোটা লেবাননের স্বার্বভৌমত্বের ওপর আগ্রাসন।’ তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলি হামলায় কেউ হতাহত হয়নি, তবে বৈষয়িক কিছু ক্ষতি হয়েছে।
হিজবুল্লাহর কামান ও রকেট সংরক্ষণ কেন্দ্রে হামলা এবং তাতে হিজবুল্লাহর যোদ্ধা নিহত হওয়ার খবর বানোয়াট বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তি ও সামর্থ্যে সব সময় আতঙ্কে থাকে দখলদার ইসরাইল। এ কারণে হিজবুল্লাহকে দুর্বল করার জন্য সর্বাত্মক ততপরতা চালিয়ে যাচ্ছে তেল আবিব।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন