সিরিয়ায় ১৭৫ বিদেশি বিদ্রোহী নিহত
সিরিয়ায় ১৭৫ বিদেশি বিদ্রোহী নিহত
যুদ্ধজয়ের পর সরকারি বাহিনীর উল্লাস (ফাইল ছবি)
সিরিয়ার সেনাবাহিনীর এক সাঁড়াশি আক্রমণে অন্তত ১৭৫ জন বিদেশি মদদপুষ্ট সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। বুধবার রাজধানী দামেস্কের কাছে এ অভিযান চালানো হয়েছে। নিহত এ সব জঙ্গি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে জড়িত আন-নুসরা ফ্রন্টের সদস্য। নিহত বিদ্রোহীদের বেশিরভাগই সৌদি আরব, কাতার এবং চেচনিয়ার নাগরিক বলে জানা গেছে।
সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘউতা অঞ্চলের কাছে অবস্থিত ওতাইবে গ্রামে সেনাবাহিনীর অতর্কিত হামলায় এ সব বিদ্রোহী নিহত হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনী এ অভিযান চালায়। অভিযানে অজ্ঞাত সংখ্যক জঙ্গি আহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, বুধবার সকালের দিকে এ সব উগ্রবাদী বিদ্রোহী জর্দান সীমান্ত দিয়ে সিরিয়ায় ঢুকেছিল। গত কয়েক মাসে সেনাবাহিনী একই গ্রামে এ জাতীয় আরো কয়েক দফা অভিযান চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন