ইরানের জার্মান চ্যান্সেলরের মন্তব্যে দুঃখ প্রকাশ
ইরানের জার্মান চ্যান্সেলরের মন্তব্যে দুঃখ প্রকাশ
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাম্প্রতিক মন্তব্যে দুঃখ প্রকাশ করেছে তেহরান। মার্কেলের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, বিগত কয়েক শতাব্দিতে বিশ্বের কোনো দেশের ওপর ইরান আগ্রাসন চালায়নি।
জার্মান চ্যান্সেলর সম্প্রতি ইসরাইল সফরে গিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরাইলের জন্য হুমকি নয় সেইসঙ্গে এটি গোটা ইউরোপের নিরাপত্তার জন্যও হুমকি। মার্কেল তার বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন মাত্র।
সাক্ষাতে নেতানিয়াহু দাবি করেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার নামে ইরান শুধু সময়ক্ষেপণ করছে। তেহরানের আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা।
এ সম্পর্কে মারজিয়ে আফখাম বলেন, এমন একটি ভূমিতে বসে ইরানের বিরুদ্ধে এ বক্তব্য দেয়া হয়েছে যে ভূমি ফিলিস্তিনিদের কাছ থেকে জবরদখল করে একটি অবৈধ (ইসরাইল) রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। আর এই দখলীকৃত ভূখণ্ডে দশকের পর দশক ধরে চলছে গণহত্যা, নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লংঘনের ঘটনা। এ ধরনের একটি অবৈধ রাষ্ট্রে বসে সেই ইরানকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে যে কখনো অন্য দেশের ওপর আগ্রাসন চালায়নি।
ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০টি পরমাণু অস্ত্র রয়েছে এবং এ অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করছে। অথচ ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচিও তেহরান হাতে নেয়নি। এ ছাড়া, ইরান তার বেসামরিক পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে রাখলেও ইসরাইল আজ পর্যন্ত জাতিসংঘকে তার পরমাণু স্থাপনাগুলোতে ঢুকতে দেয়নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন