সিরিয়া সংকট: সৌদি নতুন পরিকল্পনায় রাশিয়ার উদ্বেগ
সিরিয়া সংকট: সৌদি নতুন পরিকল্পনায় রাশিয়ার উদ্বেগ
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদেরকে আরো উন্নত অস্ত্র দিতে সৌদি আরব যে নতুন পরিকল্পনা নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
গতকাল (মঙ্গলবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিদ্রোহীদেরকে কাঁধে বহনযোগ্য যেসব বিমান বিধ্বংসী রকেট দেয়ার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব তা রীতিমতো উদ্বেগজনক।
সম্প্রতি খবর বের হয়েছে- সৌদি সরকার পাকিস্তানের কাছ থেকে বিমান ও ট্যাংক বিধ্বংসী রকেট কেনার চেষ্টা করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- “গণমাধ্যমের এ খবরে আমরা খুবই উদ্বিগ্ন।”
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে- “সৌদি আরবের এ পদক্ষেপে ক্ষমতার ভারসাম্য বিদ্রোহীদের দিকে ঝুঁকে পড়বে। এছাড়া, সৌদি পরিকল্পনা মতো চরমপন্থী বিদ্রোহীদের হাতে এসব উন্নত অস্ত্র গেলে তারা আসন্ন বসন্তে রাজধানী দামেস্কে হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে।”
সিরিয়া সংকট শুরুর পর থেকে সৌদি আরব বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের জন্য প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন