ইরানের এজেন্ডায় নেই আমেরিকার সঙ্গে আলোচনা

ইরানের এজেন্ডায় নেই আমেরিকার সঙ্গে আলোচনা

ইসলামি প্রজাতন্ত্র , আমেরিকা, পরমাণু , ইরান , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ফাইল ফটো
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার কোনো কর্মসূচি তেহরানের এজেন্ডায় নেই। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কেবলমাত্র পরমাণু আলোচনা হতে পারে।

রাভাঞ্চি বলেন, “আমরা বার বার আনুষ্ঠানিকভাবে বলেছি যে, আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা হবে একমাত্র পরমাণু ইস্যুতে। আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে নানা জটিলতা রয়েছে।”

ইরানের পরমাণু আলোচনার অন্যতম সদস্য রাভাঞ্চি বলেন, “বর্তমান অবস্থায় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের কর্তৃত্ব নেই এবং আমরা এ মুহূর্তে আলোচনার কথা ভাবছিও না।” এর পাশাপাশি তিনি বলেছেন, আলোচনার আগে আমেরিকার লোভ ও সময়ক্ষেপণের নীতি বাদ দিয়ে বরং সততার প্রমাণ দিতে হবে।

ছয়জাতির সঙ্গে পরমাণু ইস্যুতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন মাজিদ তাখতে রাভাঞ্চি। তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করবে এবং সদিচ্ছা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চায়। তবে আগামী পাঁচ মাসের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইরানের এ উপ পররাষ্ট্রমন্ত্রী।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন