আওয়ামিয়াতে নিরাপত্তা বাহিনীর শিয়াদের বাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ
আওয়ামিয়াতে নিরাপত্তা বাহিনীর শিয়াদের বাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী পূনরায় আওয়ামিয়া শহরে হামলা চালিয়ে এ শহরের সাধারণ জনগণের বাড়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছে। আওয়ামিয়া ওয়েব সাইট জানিয়েছে, নিরাপত্তা বাহিনী’র সদস্যরা পুলিশ ক্যাম্পের ভেতর থেকে সাধারণ মানুষের বাড়ীর দিকে লক্ষ্য করে গুলি চালালে একটি বাড়ীতে আগুন ধরে যায়।
এদিকে আওয়ামিয়া শহরের উত্তর দিকে সৌদি নিরাপত্তা বাহিনী’র বেশ কয়েকটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
কয়েকদিন পূর্বে নিরাপত্তা বাহিনী’র গুলিতে ২ জন শিয়া নাগরিক শহীদ এবং অপর ৫ জন আহত হয়।
গত সপ্তাহে আল-আওয়ামিয়া শহরে নিরাপত্তা বাহিনী’র ঐ হামলায় ‘হুসাইন আলী আল-ফারাজ’ ও ‘আলী আহমাদ আল-ফারাজ’ নামক ২ শিয়া নাগরিক শহীদ হন।
উল্লেখ্য, ২০১১ সালে সৌদি আরবের কাতিফ প্রদেশে ন্যায্য অধিকার আদায়ের দাবীতে শুরু হওয়া শান্তিপূর্ণ গণজাগরণে এ নাগাদ স্বৈরাচারী সৈন্যদের হামলায় ২১ জন শহীদ হয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন