আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদেরকে বাড়ীতে বাড়ীতে তল্লাশী চালিয়ে হত্যা করা হচ্ছে মধ্য
আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদেরকে বাড়ীতে বাড়ীতে তল্লাশী চালিয়ে হত্যা করা হচ্ছে মধ্য
এন্টি বালাকা জঙ্গী গ্রুপ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম প্রজন্ম নির্মূল করার অভিযান অব্যাহত রেখেছে। মুসলমানদেরকে হত্যার উদ্দেশ্যে আজ থেকে নতুনভাবে বাড়ীতে বাড়ীতে তল্লাশী শুরু করার খবর পাওয়া গেছে। উগ্রতাবাদী এন্টি বালাকা সন্ত্রাসীরা প্রতিনিয়ত গুলি করে বা ছুরী, চাপাতি ও রাম দা দিয়ে নৃশংসভাবে মুসলিম নারী-পুরুষ ও শিশুদেরকে হত্যা করছে। অসহায় ঐ সকল ব্যক্তিদের একমাত্র অপরাধ তারা মুসলমান।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, অবশেষ আন্তর্জাতিক সমাজও এদেশে মুসলিম বিরোধী অপরাধের নিন্দা জানাতে বাধ্য হয়েছে।
ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সাম্প্রদায়িক সহিংসতা এবং বেসামরিক মানুষ হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এদেশে রক্তপাত বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছেন। অবশ্য তার মন্তব্য প্রকাশের পরপরই এন্টি বালাকা জঙ্গী গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আমরা অস্ত্র নামিয়ে রাখার বিষয়ে আন্তর্জাতিক সমাজের আহবানে সম্মতি জানাবো না এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবো।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিষ্টান সন্ত্রাসীদের সহিংসতায় এ নাগাদ ১০ লক্ষাধিক মুসলমান ঘর ছাড়া হয়েছে। যা এদেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফ্রান্স ৪ মাস আগে সৈন্য মোতায়েন করেছে। তা সত্ত্বেও তারা জানিয়েছে যে, এন্টি বালাকা সন্ত্রাসীদের দমন করতে তারা অক্ষম।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন