সৌদি নিরাপত্তা বাহিনী’র হামলায় ২ শিয়ার শাহাদাত
সৌদি নিরাপত্তা বাহিনী’র হামলায় ২ শিয়ার শাহাদাত
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারী) আল-আওয়ামিয়া শিয়া অঞ্চলে হামলা চালায়। এ হামলায় ২ জন শহীদ এবং অন্তত ৫ জন আহত হয়।
সৌদি গণমাধ্যম এ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে প্রচার না করা সত্ত্বেও সামাজিক যোগাযোগ বিষয়ক বিভিন্ন ওয়েব সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে।
আলে সৌদের সৈন্যদের সরাসরি গুলিতে আল-আওয়ামিয়ার বাসিন্দা ‘হুসাইন আলী মাদান আল-ফারাজ’ শহীদ হন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আওয়ামিয়া অঞ্চলে হামলা চালিয়ে জনগণের মাঝে ত্রাসের সৃষ্টি করার পর হামলায় আহতদের ৪ জনকে একটি ক্লিনিকে ভর্তি করার পর নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ঐ স্থানকেও ঘেরাও করে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ‘আলী আহমাদ আব্দুর রাহিম’ নামের অপর এক শিয়া বাসিন্দাও সৌদি সৈন্যদের গুলিতে শহীদ হয়েছেন।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন