পাকিস্থানের পেশাওয়ারে ইরানি কনস্যুলেটের কার্যালয়ের নিকট আত্মঘাতী বোমা বিস্ফোরণ

বিভিন্ন সংবাদ সূত্র গতকাল পেশাওয়ারে অবস্থিত ইরানি কনস্যুলেটের কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে। পেশোয়ার শহরের ইউনিভার্সিটি রোডে এবং ইরানি কনস্যুলেটের কার্যালয়ের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ জন নিরাপত্তা রক্ষী শহীদ এবং অপর ৮ জন আহত হয়

পাকিস্থানের পেশাওয়ারে ইরানি কনস্যুলেটের কার্যালয়ের নিকট আত্মঘাতী বোমা বিস্ফোরণ
বিভিন্ন সংবাদ সূত্র গতকাল পেশাওয়ারে অবস্থিত ইরানি কনস্যুলেটের কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে।
পেশোয়ার শহরের ইউনিভার্সিটি রোডে এবং ইরানি কনস্যুলেটের কার্যালয়ের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ জন নিরাপত্তা রক্ষী শহীদ এবং অপর ৮ জন আহত হয়।
পাকিস্তানে দায়িত্বরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা হাকিকিয়ান ঐ বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন : আত্মঘাতী এক ব্যক্তি এ হামলা চালিয়েছে এবং এতে ইরানি কোন কর্মকর্তা হতাহত হয়নি।
হাকিকিয়ান আরো জানান : বিস্ফোরণে কার্যালয়ের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু কিছু স্থানের কাঁচ ভেঙ্গে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসার ‘নাসির খান দাররানী’ জানিয়েছেন : আত্মঘাতী ঐ ব্যক্তি ইরানি কনস্যুলেটের কার্যালয়ের কাছাকাছি পৌঁছানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী তাকে থামতে বললে সে নিজেকে বিস্ফোরিত করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা ব্যক্তি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গীরা পাকিস্তানে ইতিপূর্বে এ ধরনের হামলা চালিয়েছে।
উল্লেখ্য, পেশাওয়ার শহরটি রাজধানী ইসলামাবাদের পশ্চিমে এবং পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। খায়বার পাখতুন খোয়া প্রদেশের প্রাণকেন্দ্র হিসেবে গণ্য হয় শহরটি।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন