সিরিয়ায় সরকার পাল্টাতে চায় আমেরিকা

আমেরিকা এখনো সিরিয়া বিষয়ে তার নীতিতে পরিবর্তন আনেনি বরং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার পাল্টাতে চায়। এ কথা বলেছেন, নিউ ইয়র্কভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং স্টপ ইমপেরিয়ালিজম ডট কম-এর প্রতিষ্ঠাতা এরিক ড্রেইস্টার ইরানের ইংরেজি ভাষার নিউজ চ

সিরিয়ায় সরকার পাল্টাতে চায় আমেরিকা
নিউ ইয়র্কভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এরিক ড্রেইস্টার
আমেরিকা এখনো সিরিয়া বিষয়ে তার নীতিতে পরিবর্তন আনেনি বরং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার পাল্টাতে চায়। এ কথা বলেছেন, নিউ ইয়র্কভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং স্টপ ইমপেরিয়ালিজম ডট কম-এর প্রতিষ্ঠাতা এরিক ড্রেইস্টার ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়া বিষয়ে শান্তির কথা বলা হচ্ছে কিন্তু মার্কিন কর্মকর্তাদের কাজে ও কথায় খুব কমই পরিবর্তন এসেছে বরং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ওয়াশিংটনের অন্য কর্মকর্তাদের বাগাড়ম্বর এখনো বন্ধ হয়নি।

ড্রেইস্টার বলেন, সিরিয়া সংকট শুরুর প্রথম দিকে দেশটিরি সরকার পরিবর্তনের কথা বলা হতো এবং এখানো সে নীতি বহাল রয়েছে। তিনি আরো বলেন, সিরিয়া সংকট ব্যবস্থাপনার কথা বলছে আমেরিকা আবার তারাই এ সংকটে উস্কানি দিচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় চরমপন্থাকে সাহস যোগাচ্ছে আমেরিকা।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন