ইসরাইলে, সিরিয় বিদ্রোহীদের নতুন প্রধান প্রশিক্ষণ নিয়েছেন

কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’ র নতুন কমান্ডার আব্দুল্লাহ আল-বাশির ইহুদিবাদী ইসরাইলে প্রশিক্ষণ নিয়েছেন।

ইসরাইলে, সিরিয় বিদ্রোহীদের নতুন প্রধান প্রশিক্ষণ নিয়েছেন

কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’ র নতুন কমান্ডার আব্দুল্লাহ আল-বাশির ইহুদিবাদী ইসরাইলে প্রশিক্ষণ নিয়েছেন।

গত বছর সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে যুদ্ধের সময় আহত হলে তাকে চিকিৎসার জন্য ইসরাইলে নেয়া হয়। আল-আহদ ওয়েবসাইট এ খবর দিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি এফএসএ ঘোষণা করে যে, কমান্ডার জেনারেল সালিম ইদ্রিসকে বরখাস্ত করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধ দিন দিন কঠিন হয়ে পড়ায় তাকে বরখাস্ত করা হয়। এখন বাশিরকে জেনারেল ইদ্রিসের জায়গায় নিয়োগ দেয়া হলো।

এদিকে, একজন বিশ্লেষক আল-আহদকে বলেছেন, সিরিয়ার আল-কালামুন অঞ্চলের যুদ্ধে পরাজয়ের পর বাশিরকে এফএসএ’র কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়। দ্বিতীয় জেনেভা সম্মেলন চলার সময় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এ পরাজয়ের মুখে পড়ে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন