রুশ ভাষা ইউক্রেনে নিষিদ্ধ হতে পারে

রুশ ভাষা ইউক্রেনে নিষিদ্ধ হতে পারে

রুশ, ইউক্রেন, রাশিয়া, ফ্রিডম পার্টি, তেহরান, ইসলামীক জ্ঞানঃ   মহরম, কারবালা, রমজান, হজরত মোহাম্মাদ (সা.), হজরত আলী, ইতিহাস, আকায়েদ, আহকাম তাফসীরঃ সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা
ইউক্রেনে বসবাসরত রুশ বংশোদ্ভূত নাগরিকদের অধিকার লংঘন করে নতুন আইন পাস করার পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সংসদ যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাতে জাতিগত অধিকার নস্যাত হবে বলে সন্দেহ করছে মস্কো। ইউক্রেনে বসবাসরত জাতিগত রুশ নাগরিকদের ভাষা ও রাজনৈতিক অধিকার বিলুপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, তাদের মালিকানায় থাকা পত্র-পত্রিকাও বন্ধ করবে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রাশিয়া বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তাতে সামাজকি নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট হবে।

সূত্র জানিয়েছে, ইউক্রেনের ফ্রিডম পার্টির প্রধান ওলেগ তিয়াগনিবক তার সমর্থকদের বলেছেন, দেশে রুশ ভাষার ব্যবহার অপরাধ বলে গণ্য করা হবে। এছাড়া, রুশ বংশোদ্ভূত লোকজনের নাগরিকত্ব বাতিল করা হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্যের গভর্নর মিখাইল ডবলিন এ উদ্যোগকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেছেন। এ অঞ্চলে রুশ হচ্ছে জনগণের প্রথম ভাষা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন