মার্কিন সমন্বয়কারীকে তিব্বত বিষয়ক স্বীকৃতি দেয়া হবে না

মার্কিন সমন্বয়কারীকে তিব্বত বিষয়ক স্বীকৃতি দেয়া হবে না

মার্কিন, চীন, বারাক ওবামা, ওবামা, তেহরান, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং
চীন বলেছে, তিব্বত বিষয়ক মার্কিন বিশেষ সমন্বয়কারীকে কখনই স্বীকৃতি দেয়া হবে না। সাম্প্রতিক মাসগুলোতে দু’দেশের মধ্যে যখন উত্তেজনা বেড়ে চলেছে তখন বেইজিং এ কথা বলল।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (সোমবার) বলেছেন, “অভ্যন্তরীণ বিষয়ে বাইরের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরোধী বেইজিং। কথিত তিব্বত সংকটের কথা বলে কেউ চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাতে বাধা দিতে সরকার দৃঢ়সংকল্প।” চীন কখনো কথিত মার্কিন বিশেষ দূতকে স্বীকৃতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না বলে তিনি পরিষ্কার ঘোষণা দেন।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিব্বতের বিচ্ছিন্নতাবাদী নেতা দালাই লামা সাক্ষাত করেন। পরে ওয়াশিংটন এক বিবৃতিতে দালাই লামার সঙ্গে নিঃশর্তভাবে আলোচনায় বসতে চীনের প্রতি আহ্বান জানায়। তবে, চীন সে আহ্বানও প্রত্যাখ্যান করে।

১৯৫৯ সালে তিব্বত থেকে দালাই লামা ভারতে পালিয়ে যান। চীন শুরু থেকে দালাই লামাকে ‘ভেড়ার ছদ্মাবরণে নেকড়ে’ বলে অভিহিত করে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন