আমেরিকার হুঁশিয়ারি ইউক্রেনে রুশ সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে

আমেরিকার হুঁশিয়ারি ইউক্রেনে রুশ সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে

রাশিয়া, আমেরিকা, ইউক্রেন, সুসান রাইস, মার্কিন, ইউক্রেন, রাশিয়া, ইউরোপ , ভ্লাদিমির পুতিন , ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যা
সুসান রাইস
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেছেন, ইউক্রেনে সেনা পাঠালে তা হবে রাশিয়ার জন্য মারাত্মক রকমের ভুল। তিনি বলেন- ইউক্রেন, রাশিয়া, ইউরোপ অথবা আমেরিকা কারো জন্য দেশটিকে বিভক্ত করে ফেলা মঙ্গলজনক হবে না। দেশটিতে সহিংসতা ফিরে আসুক এবং তা আরো ছড়িয়ে পড়ুক কেউ তা দেখতে চায় না।

রোববার এনবিসি’র মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেছেন সুসান রাইস।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, রাশিয়ার সঙ্গে ধীর্ঘদিন ধরে থাকা ইউক্রেন আর আধুনিক ইউক্রেন- যে কিনা ইউরোপের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ হতে চায় তার অবস্থা এক নয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হস্তেক্ষেপের আশংকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাইস এ কথা বলেন।

অনুষ্ঠানের সঞ্চালক ডেভিড গ্রেগোরি জানতে চান- পূর্ব ইউরোপের দেশগুলোকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্নায়ু যুদ্ধের সময়কার প্রেক্ষাপটে দেখতে চাইছেন কিনা। জবাবে রাইস সে সম্ভাবনার কথা স্বীকার করে বলেছেন- “হতে পারে।” তিনি এও বলেন-এমনটা হলে তা ইউক্রেনের জনগণের সঙ্গে মানানসই হবে না।

ইউক্রেনে গত তিন মাস ধরে চলে আসা সহিংসতার পর দেশটির সংসদ প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করে স্পিকার আলেক্সান্ডার তুরচিনভকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। রাশিয়ার অবস্থান দৃশ্যত এ পদক্ষেপের বিরুদ্ধে। এ প্রেক্ষাপটে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এসব কথা বললেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন