যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে জর্দানকে ব্যবহার করছে ইসরাইল

যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে জর্দানকে ব্যবহার করছে ইসরাইল

যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে জর্দানকে ব্যবহার করছে ইসরাইল

জর্দান, ইসরাইল, সিরিয়া, বেহজাত, সুলাইমান, আমেরিকা, ইসরাইল , ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী,
জর্দানে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বেহজাত সুলাইমান বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে কাজ করছে জর্দান। তিনি তার ফেইসবুকে পেইজে এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রদূত আরো বলেছেন, আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের যৌথ নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে জর্দানে এবং এ বিষয়টি এখন আর কারো কাছেই অজানা নয়। সিরিয়ার দক্ষিণ সীমান্তে যুদ্ধের ততপরতা এবং সন্ত্রাসীদের মোতায়েনের মধ্যদিয়ে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে এসব অপততপরতার একটি কারণ হলো- ফিলিস্তিন ইস্যুটির অবসান ঘটানো। এর মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনসহ সব অধিকার ভূলুন্ঠিত করতে পারবে। কিন্তু সবারই এটা জানা উচিত যে, আল-কুদসের বিষয়ে নিজের দায়িত্ব পালন থেকে সিরিয়াকে কোনভাবেই বিরত রাখা যাবে না।

সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসীরা দখলদার ইসরাইলের পক্ষেই কাজ করছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সিরিয়ার দক্ষিণ সীমান্তে বর্তমানে পাঁচ হাজার সন্ত্রাসীকে জড়ো করা হয়েছে এবং আমেরিকা, দখলদার ইসরাইল ও তাদের আরব মিত্ররা এসব সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন